Home / চাঁদপুর / ‘চাঁদপুর শহরের রাস্তা প্রশস্তকরণে জনমত তৈরি করতে হবে’
‘চাঁদপুর শহরের রাস্তা প্রশস্তকরণে জনমত তৈরি করতে হবে’

‘চাঁদপুর শহরের রাস্তা প্রশস্তকরণে জনমত তৈরি করতে হবে’

চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, ‘চাঁদপুর শহরের রাস্তঘাট প্রশস্ত করতে হবে। এ জন্য জনমত তৈরি করতে হবে। এটাকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। নভেম্বরে শহরের ১টি রাস্তা, ডিসেম্বরে ১টি, জানুয়ারিতে ৫টি রাস্তা ও ফেব্রুয়ারিতে সবক’টি রাস্তা প্রশস্তকরণের কাজ সম্পন্ন করবো।

বুধবার (২ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার রাস্তাসমূহ প্রশস্তকরণ সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, ‘চাঁদপুরকে ব্র্যান্ডিং করতে সকল ইউনিটকে কাজে লাগাতে হবে। এ ব্যাপারে কেবিনেট সচিব প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সে আলোকে আমরা কাজ করবো। এ ক্ষেত্রে চাঁদপুর পৌরসভার সহযোগিতা প্রয়োজন।’

রেলের অবৈধ স্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, ‘চাঁদপুর শহরের রেলওয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ ক্ষেত্রে রেল কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি। আশা করছি চাঁদপুরবাসীর স্বার্থে রেলবিভাগ এ কাজে এগিয়ে আসবে। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, রেলবিভাগ, চেম্বার, সুধীজন, সাংবাদিকসহ সবাইকে ব্র্যান্ডিং জেলা চাঁদপুরকে সফল করতে কাজ করতে হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো. মাসুদ হোসেনের পরিচালানায় সভায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা ) মোহাম্মদ আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরী, চাঁদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এ এইচ এম শামসুদ্দোহা প্রমুখ।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৯:৩০ পিএম, ২ নভেম্বর ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply