চাঁদপুর শহরে বিভিন্ন পূজামণ্ডপে তারেক রহমানের শুভেচ্ছা উপহার প্রদান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চাঁদপুর শহরের বিভিন্ন পূজা মণ্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিমের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শহরের প্রায় প্রতিটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তারা পূজামন্ডপের দায়িত্বশীল কর্মকর্তাদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে অনুদান তুলে দেন। এছাড়াও তারা পূজা মণ্ডপের দর্শনার্থী ও পূজারীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের শারদীয় শুভেচ্ছা পৌঁছে দেন।
এদিন চাঁদপুর জেলা ও পৌরবিএনপি নেতৃবৃন্দ শহরের ৭ ও ৮ নং ওয়ার্ড এলাকার সার্বজনীন মজুমদার বাড়ি দূর্গাপূজা মন্ডপ, ঘোষপাড়া দুর্গাপূজা মন্ডপ,মুন্সিপাড়া ইসকন মন্দির দুর্গাপূজা মণ্ডপ, গুয়াখোলা কুন্ডবাড়ি দূর্গাপূজা মন্ডপ,রেলওয়ে হরিজন কলোনি দূর্গাপূজা মন্ডপসহ পুরানবাজার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, হাজী মোশারফ হোসাইন, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদসহ ওয়ার্ড পর্যায়ে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং প্রতিটি পূজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজা মন্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম তার বক্তব্যে বলেন, বিগত সময়ে পতিত আওয়ামী লীগ এ দেশের হিন্দু সম্প্রদায়কে সংখ্যালঘু আখ্যা দিয়ে রাজনৈতিক সুবিধা হাসিল করেছে। কিন্তু আমাদের বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন বাংলাদেশ কোন সংখ্যালঘু নেই, আমরা সবাই বাঙ্গালী। এদেশের প্রতিটা নাগরিকের সমান অধিকার রয়েছে। প্রত্যেক ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে তাদের ধর্মীয় উৎসব পালন করবে। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি অসম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ এবং সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে লড়াই সংগ্রাম করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আপনারা যাতে এই উৎসবটি শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন এজন্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, আপনাদের পাশে থাকার জন্য। আমরা আপনাদের এই উৎসবে একাত্মতা পোষণ করছি। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মালিক সাহেবের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা আপনাদের উৎসবকে শান্তিপূর্ণ করতে সহায়ক ভূমিকা রাখছে। কোন অপশক্তি যাতে আপনার এই উৎসবকে ম্লান করতে না পারে, সেজন্য বিএনপিনেতা কর্মীরা অতন্দ্র প্রহরীর মত আপনাদের পাশে রয়েছে ।
চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন তার বক্তব্য বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান একটি বার্তা দিয়েছেন, যে এদেশে কোন সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু সম্প্রদায় নেই। আমরা যে ধর্মের হই না কেন, সংখ্যায় যত কম বেশি হয় না কেন, আমরা প্রত্যেকেই এদেশের নাগরিক। সবার পরিচয় বাংলাদেশী। আমরা সবাই মানুষ, আমরা একে অপরের ভাই। আমরা সবাই একসাথে চলব, একসাথে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো।
তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা আপনাদের সারথী হিসেবে পাশে চাই। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক সাহেবের নেতৃত্বে এবং নির্দেশে আমরা আপনাদের পাশে আছি। কোন অপশক্তি যেন আমাদের এই সম্প্রীতি নস্যাৎ করতে না পারে, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।
এসময় জেলা বিএনপি নেতা আলী আহমদ সরকার, কাইয়ুম খান,সাবেক ছাত্রনেতা স্বপন, বিএনপি নেতা সেলিম ছৈয়াল, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক দীন মোহাম্মদ জিল্লু, জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তফা বন্ধুকশী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হক, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মাল, সাধারণ সম্পাদক কবির সরকার, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সফিউদ্দিন বাবলু,৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মিজি,সাধারণ সম্পাদক শাহাদাত হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/ ৩০ সেপ্টেম্বর ২০২৫