চাঁদপুর

চাঁদপুর শহরের গুয়াখোলায় দুধর্ষ চুরি

চাঁদপুর শহরের গুয়াখোলায় সাবেক প্যানেল মেয়র আলী আহাম্মেদ সরকারের ফ্ল্যাট বাসায় দিন-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ নভেম্বর) চোরে দল বাসায় প্রবেশ করে ১৪ইঞ্চি কালার টেলিভিশন চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় অভিযোগ করা হয়েছে।

সাবেক প্যানেল মেয়র আলী আহাম্মেদ সরকার জানান, শুক্রবার দুপুরে তার ছেলে আরিফ হোসেন রুবেল বাসার ড্রয়িং রুমের টেবিলের উপর টিলিভিশন টি রেখে নামাজ পড়তে বাসার বাহিরে যায়। পরে বাসায় ফিরে দেখতে পায় টেলিভিশনটি নেই।

তাৎক্ষণিক বাসার বিভিন্ন স্থানে ও ছাদের উপর ও খোজা খুজি করেও টেলিভিশনটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের ধারণা অনুমান পৌনে ২টার সময় চোরের দল টেলিভিশনটি চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে আলী আহম্মেদ সরকার চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ করেছেন।

করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ২৫ নভেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Share