চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় এলাকার বাসিন্দা করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধা সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে মারা গেছেন।
রোববার সকালে তার নমুনা সংগ্রহ করা হয়েছিল করোনা টেস্টের জন্য। সেই রিপোর্ট এখনো অপেক্ষমান। এ কারণে তাকে আশিকাটিস্থ তাদের গ্রামের বাড়িতে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।
জানা গেছে, ওই বৃদ্ধার ছেলে ও নাতির করোনা শনাক্ত হয়েছে ইতিমধ্যে। এ কারণে পরিবারের অন্য সদস্যদের সাথে রাবেয়া বেগমেরও নমুনা সংগ্রহ করা হয় রোববার। রিপোর্ট আসার আগেই তিনি মারা যান।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাজেদা বেগম পলিন বলেন, বৃদ্ধার ছেলে ও নাতির শরীরে ইতিমধ্যে করোনা শনাক্ত হয়েছে। বাকীদের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃদ্ধার মধ্যেও করোনার উপসর্গ বিদ্যমান ছিল। তিনি কিছুদিন ধরে জ্বর ও কাশিতে আক্রান্ত ছিলেন।
আর সোমবার দিনভর তার প্রচুর পাতলা পায়খানা হয়েছে। রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।
চাঁদপুর করেসপন্ডেট,১৯ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur