চাঁদপুর শহরের বিপণীবাগ বাজার থেকে মানবদেহের জন্যে ক্ষতিকর বিষাক্ত জেলিমিশ্রিত অবস্থায় আনুমানিক ২ মণ চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ মাছ জব্দ করা হয়।
এ ঘটনায় মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ২ দিনের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
পরে জব্দকৃত চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পালসহ জেলা পুলিশের সদস্যবৃন্দ।
স্টাফ করেসপন্ডেট
১৪ ফেব্রুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur