শীর্ষ সংবাদ

চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন রাখতে মেয়র যা করলেন

এডভোকেট জিল্লুর রহমান জুয়েল চাঁদপুর পৌরসভার মেয়র। ছাত্র জীবন থেকেই যিনি মানুষের কল্যাণে কাজ করে গেছেন। একজন সৎ, ভদ্র, মার্জিত ও পরিচ্ছন্ন রাজনীতিবীদ হিসেবে যিনি সর্বমহলে সমাদৃত।

নির্বাচিত হওয়ার পূর্ব থেকেই বিশেষ করে করোনাকালীন সময়ে জনকল্যাণে যে সেবা দিয়ে গেছেন তা সারাদেশের দৃষ্টান্ত হতে পারে। মেয়র নির্বাচিত হওয়ার পরও পরিবর্তন হননি একটুও। বরং নিজেকে মানুষের কল্যাণে আরও নিয়োজিত রেখেছেন।

আজকের একটি অনুষ্ঠান শেষ করে পৌরসভায় কার্যালয়ে যাওয়ার পথে পালবাজার এলাকায় যানজট দেখে গাড়ি থেকে নেমে যান তিনি। সেখানে যান চলাচল স্বাভাবিক করেন। দোকানের সামনে ফেলা আবর্জনাগুলোও দোকানদের নির্দেশ দেন এবং তিনি নিজেও হাতে ধরে পরিস্কারের উদ্যোগ নেন।

বিষয়টি দেখে সাধারণ মানুষের মনে খুবই উচ্ছাস তৈরি হয়। সবাই অবাক হয়, “একজন মেয়র হয়ে, নিজেই আবর্জনা পরিস্কার করছেন! এই না হলে আমাদের মেয়র।”

একজন পৌর পিতা হয়ে যিনি আবর্জনা নিজ হাতে পরিস্কারের উদ্যোগ নিয়েছেন, সেখানে আমরা সাধারণ জনগন ইচ্ছা করলেই এই শহরকে আবর্জনামুক্ত রাখতে আরও সহজ থেকে সহজ হবে। এখানে প্রয়োজন শুধু পৌরবাসীর আন্তরিকতা।

বার্তাকক্ষ, ১৮ জানুয়ারি,২০২১;

Share