চাঁদপুর-শরীয়তপুর রুটে রো রো ফেরি চালু

অবশেষে চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে একটি রো রো ফেরি দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

সোমবার ‘ভাষা সৈনিক ডা. গোলাম মাওলা’ নামের রো রো ফেরিটি চাঁদপুর হরিণাঘাট থেকে চলাচল শুরু করে। এর আগে এ ঘাটের মসজিদ সংলগ্ন স্থান দিয়ে উক্ত ফেরির জন্য ঘাট স্থাপন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির চাঁদপুরের হরিণা ফেরিঘাট ব্যবস্থাপক ফয়সাল আলম চৌধুরী।

তিনি জানান, রো রো ফেরিটিসহ চাঁদপুর-শরীয়তপুর রুটে এখন আটটি ফেরি চলাচল করছে। আগে ফেরির জন্যে গাড়ি অপেক্ষা করত। এখন ঘাটে ফেরি গাড়ির জন্যে অপেক্ষা করে।

তিনি বলেন, খুলনা-বরিশালসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিকাংশ জেলার গাড়ি পদ্মা সেতু পার হয়ে গন্তব্যে চলে যাচ্ছে। যে কারণে আগের তুলনায় চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাটে গাড়ি আসা দুই-তৃতীয়াংশ কমে গেছে।

কয়েক মাস আগেও বিভিন্ন পরিবহণের দেড় থেকে দুশ’ বাস চাঁদপুর-শরীয়তপুর নৌ রুটে ফেরি পার হত। এখন ৮-১০টি বাস পারাপার হচ্ছে। এখন রো রো ফেরি দেয়ায় ফেরি পার হওয়ার জন্যে গাড়িকে তেমন অপেক্ষায় থাকতে হয় না।

উল্লেখ্য, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২০টি জেলার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের যোগাযোগের জন্যে ২০০০ সালে মেঘনা নদীর ওপর চাঁদপুর-শরীয়তপুর ফেরি নৌরুট চালু হয়।

এদিকে সংশ্লিষ্টরা জানান, চাঁদপুর-শরীয়তপুর ফেরি রুটে মেঘনা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে।

স্টাফ করেসপন্ডেট, ১২ আগস্ট ২০২২

Share