Home / চাঁদপুর / চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে চালু হবে দ্রুতগামী ‘ওয়াটার ট্যাক্সি’
নৌ-রুটে

চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে চালু হবে দ্রুতগামী ‘ওয়াটার ট্যাক্সি’

মেঘনা নদীর চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে দ্রুতগামী ওয়াটার ট্যাক্সি চালু করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। এতে করে দুই জেলার মানুষ অল্প সময়ের মধ্যে চাঁদপুর থেকে শরীয়তপুর যাতায়াত করতে পারবেন।

১৩ মার্চ শনিবার চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের আলুর বাজার এলাকায় নদী ভাঙন প্রতিরোধে ৭শ’২০ মিটার সতর্কতামূলক প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠাননে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপি এ কথা জানান।

মন্ত্রী বলেন,চাঁদপুর এবং শরীয়তপুর জেলা ভৌগোলিকভাবে অভিন্ন। দুটি জেলার মানুষের সাথে একে অন্যের হৃদয়ের সম্পর্ক রয়েছে। শরীয়তপুর জেলার নদী তীরবর্তী এলাকার মানুষজন শরীয়তপুরের চেয়ে চাঁদপুর এই বেশি কেনাকাটা-হাট-বাজার করে থাকেন। শুধু তাই নয় লোকচিকিৎসা নিতেও এই এলাকার মানুষ চাঁদপুরে নিয়মিত আসা-যাওয়া করেন। কারণ যেখানে শরীয়তপুর মূল শহরে যেতে তাদের দুই ঘন্টা লাগে সেখানে চাঁদপুর যেতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। এইজন্য দুই জেলার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ করণে আমরা ওয়াটার ট্যাক্সি চালু করার কথা ভাবছি।

আরও পড়ুন…চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে তৈরি হবে মেঘনা সেতু বা টানেল

উপমন্ত্রী এনামুল হক শামীম আরো বলেন, চাঁদপুরের এবংশরীয়তপুরের জেলা প্রশাসক আমার খুবই কাছের মানুষ। আমি তাদের দুজনের সাথে একাধিকবার এ বিষয়ে কথা বলেছি। এইজন্যে দুই পারে দুটি সুদৃশ্য ওয়াটার টেক্সি ঘাট নির্মাণ করা হবে। যেখানে যাত্রীরা বসে বিশ্রাম নেওয়ার পাশাপাশি উন্নত টয়লেটসহ সকল সুযোগ সুবিধা থাকবে।

চাঁদপুর-শরীয়তপুর এর মেঘনা সেতু বা টানেলের যে স্বপ্ন আমরা দেখছি, আশা করছি বর্তমান সরকারের মেয়াদ শেষ হবার আগেই সেটি ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারব।

অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে চাঁদপুর নদীভাঙন রোধের এই কাজের জন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

চাঁদপুর পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকাদার, ঢাকা বাপাউবো’র (পূর্ব রিজিয়ন) অতিরিক্ত মহা পরিচালক ফজলুর রশিদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ূন কবির মোল্লা, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান, চাঁদপুর সদর উপজেলার ১১নং ইউনিয়ন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কাসেম খাঁন, চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতু মিয়া বেপারী প্রমুখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাপাউবো কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ, বাপাউবো’র ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, চাঁদপুর পওর সার্কেলের (বাপাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, ফরিদপুর পওর সার্কেলের (বাপাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সহিদুল আলম, শরীয়তপুর পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, শরীয়তপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার।

প্রতিবেদক:আশিক বিন রহিম,১৪ মার্চ ২০২১