চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ

চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণাল কান্তি দাসের সভাপতিত্বে এবং অভিভাবক সদস্য আশিক বিন রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের উপদেষ্টা দুলাল গোস্বামী, চাঁদপুর হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইস্কান্দর মির্জা, চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহযোগী অধ্যক্ষ মৃদুল কান্তি দাস। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক নাজনিন হোসাইন।
একই অনুষ্ঠানে, মিরপুর ক্যাডেট কোচিংয়র প্রথম ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়।

এসময় চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের শিক্ষাকদের মধ্যে উপস্থিত ছিলেন, বিথি কর্মকার, সুমি শীল, নুসরাত জাহান, তানজিলা আক্তার, পূর্ণিমা দাস, কাকলি দাসসহ সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ।

স্টাফ রিপোর্টার,২৮ ফেব্রুয়ারি ২০২৪

Share