চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২নভেম্বর শনিবার সকালে স্কুলের হলরুমে এ আয়োজন করা হয়।
উৎসবমুখর আয়োজনের প্রথম পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠিত হয়। এতে কেউ গ্রামের বধু, কেউ ফুলওয়ালি, কৃষক, পাইলট, ডাক্তার, শিক্ষক সাজে। কেউ আবার মাদার তেরেসা এবং বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী মুগ্ধ সেজে বিচারকদের মুগ্ধ করে দেন।
আয়োজনে দ্বিতীয় পর্বে ২০২৪ সালে চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী মাঝে দের পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও মিরপুর ক্যাডেট কোচিং চাঁদপুর ক্যাম্পাসের এবারের ক্যাডেট পিচের শিক্ষার্থীদের মাঝে সাপ্তাহিক ও মাসিক টেস্টের অংশগ্রহণকারীদের মধ্যে ভালো ফলাফল কারীদের পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণাল কান্তি দাস। বিদ্যালয়ের অভিভাবক সদস্য লেখক আশিক বিন রহিমের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও দৈনিক চাঁদপুরজমিন , জাতীয় দৈনিক অনুপমা পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক-প্রকাশক, হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, রোটারিয়ান মোহাম্মদ রোকনুজ্জামান রোকন, চাঁদপুর জেলা কিন্ডার গার্অ্যাটেন সোসিয়েশনের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, সহ-সভাপতি পীরজাদা আল্লামা মাহফুজ উল্লাহ ইউসুফী, কোষাধক্ষ্য মোঃ কাউছার পাটোয়ারী, চাঁদপুর গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার, আপন কিডস স্পোকেন ইংলিশ ও সামাজিক সংগঠন আপন -এর প্রতিষ্ঠাতা রোটারিয়ান ডা. রাশেদা ডাক্তার, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদরের সভাপতি গোলাম হোসেন টিটু ভাই উপস্থিত ছিলেন, চাঁদপুর কালেক্টর স্কুলের সিনিয়র শিক্ষক ওয়ালী উল্লাহ, চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী জাকিয়া এবং মুক্তা হোসেন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালক ও সহকারি অধ্যক্ষ মৃদুল কান্তি দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক নাজনিন হোসাইন। সংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা ও দিক নির্দেশনায় ছিল মেধা এবং কাবিশা।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের সহকারি শিক্ষিকা বিথী কর্মকার, সুমি শীল, নুসরাত জাহান, তানজিলা আক্তার, কাকলি দাসসহ সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ। উল্লেখ্য বাংলাদেশ কিন্ডারগার্ড অ্যাসোসিয়েশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৩ এ চাঁদপুর সদর শাখায় এবার চাঁদপুর ল্যাবরেটরী স্কুল থেকে ট্যালেন্টপুল সাধারণ গ্রেড সহ ৯ জন বৃত্তিপ্রাপ্ত হয়।
স্টাফ রিপোর্টার, ২ নভেম্বর ২০২৪