বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শিশুশিক্ষার আধুনিক ও অনন্য বিদ্যাপীঠ চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি সোমবার সকালে বিদ্যালয় হলরুমে উৎসবমুখর আয়োজনে কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।
নতুন বছরের প্রথম দিনে, নতুন বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ছিলো ক্ষুদে শিক্ষার্থীরা। তাদের হাস্যজ্জল চোখে-মুখে ছিলো জীবনের লক্ষ্যপূরণে- স্বপ্নজয়ের সোপানে পা রাখার আনন্দ।
বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মৃণাল কান্তি দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের উপদেষ্টা শিক্ষক দুলাল চন্দ্র গোস্বামী, সহকারি অধ্যক্ষ ও পরিচালক মৃধুল কান্তি দাস, সিনিয়র শিক্ষিকা নাজনীন হোসাইন, সাংবাদিক ও লেখক আশিক বিন রহিম,
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষার্থীর অভিভাবক ইমরান হোসেন, চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের শিক্ষিকা বিথি কর্মকার, নুসরাত জাহান, হাবিবা সুলতানা ইভা, তানজিলা আক্তার, প্রিয়সহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur