বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন সিভিল সার্জন।
১৮ জুন সকাল ১১ টায় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দ্বীন।
এসময় তিনি চাঁদপুরের প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলোর সমস্যা এবং সম্ভবনা নিয়া বিস্তারিত আলোচনা করেন৷
তিনি বলেন, সরকারি হাসপাতাল গুলোর চেয়েও বেশি জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা প্রদান করেন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলো৷ তাই মানুষের প্রত্যাশাও বেশি৷ যেহেতু প্রত্যাশা বেশি সেহেতু সবাইকে সেবার প্রতি মনোযোগ দিতে হবে। সেবার মান উন্নয়নে সবাইকে কাজ করতে হবে৷ কোন আবস্থাতেই রোগীরা যেনো হয়রানি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে৷ মানের ক্ষেত্রে কোন প্রকার ছাড় দেয়া হবে না। লাইসেন্সবিহীন কোন হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টার চলতে দেয়া হবে না।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাখাওয়াত হোসেনের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, জেলা মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকরী পরিচালক ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মালিহা আফসার।
এছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও সেন্টাল হাসপাতালের এবং গ্রীন ডায়াগনস্টিক সেন্টারের মালিক ডাঃ এস এম সহিদউল্যাহ, সিনিয়র সহসভাপতি ও প্রিমিয়ার হাসপাতালের মালিক ডাঃ মোবারক হোসেন চৌধুরী, ফ্যামেলী প্লানিং অধিদপ্তরের সাবেক উপ পরিচালক ও জেনারেল হাসপাতালের মালিক ডাঃ মোঃ জাহাঙ্গীর খান, প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম শাহীন,
সাংগঠনিক সম্পাদক ও মুন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু সুফিয়ান হেলাল, দপ্তর সম্পাদক, রেইনবো হাসপাতাল ও ঢাকা ডিজিটালের ব্যবস্থাপনা পরিচালক মহসীন ভূইয়া, প্রচার সম্পাদক, ক্রিসেন্ট হাসপাতাল ও আস্থা ডিজিটাল ডায়াগনস্টিকের মালিক সোহেল, ফ্যামেলী কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবু ইউসুফ তালুকদার মানিক, হিলশা মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক আবু বক্কর, মিডল্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামছুল আলম, নিউ লাইফ ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক বিজয় চন্দ্র সরকার প্রমূখ৷
সভায় সংগঠনের কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ৷
প্রতিবেদক: কবির হোসেন মিজি,১৮ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur