চাঁদপুর মাদ্রাসারোড লঞ্চ ঘাট এলাকা থেকে শুক্রবার দুপুরে ঢাকা থেকে আগত প্রেমিকযুগলকে আটক করে মডেল থানা পুলিশের কাছে হস্থান্তর করেছে চাঁদপুর নৌ-পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সকাল ৯টায় মিতালী লঞ্চে প্রেমিক জুয়েল (২৫) তার প্রেমিকা তাহমিনা রহমান (২২) কে চাঁদপুরে নিয়ে আসে। তারা লঞ্চ ঘাটে নামার পর হোটেলে প্রবেশ করলে স্থানীয়রা বিষয়টি সন্দেহজনক হিসেবে নৌ পুলিশকে খবর দিলে তারা এসে প্রেমিক-যুগলকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে।
তাদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাদেরকে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে নৌ পুলিশ।
আটক জুয়েল আহাম্মেদ ঢাকা রামপুরা মগবাজার মধুভাগ ১৩/বি গোলাম রসুলের ছেলে ও প্রেমিকা তহমিনা রহমান উত্তর বাড্ডা শাহাজাতপুরের মতিউর রহমানের মেয়ে।
সে গুলশান মানারা ইন্টারন্যাশনাল কলেজের বি বি এ’র ছাত্রী। দীর্ঘ ৪ বছর যাবত তাদের সাথে প্রেমের সম্পর্ক। এর পূর্বও তারা লঞ্চ যোগে চাঁদপুরে এসেছে।
প্রেমিকা তাহমিনা রহমানকে বিয়ের প্রলোভনে চাঁদপুরে আসার পর পুলিশের হাতে আটক হয়। পুলিশ জানায়, আটক প্রেমিকযুগলের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।
উভয় পরিবারের কোনও অভিযোগ না থাকলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে।
নিউজ ডেস্ক ।। আপডেট: ১২:০০ পিএম, ১৪ নভেম্বর ২০১৫, শনিবার
ডিএইচ/এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur