চাঁদপুর লঞ্চঘাটে এমভি কোকো লঞ্চ থেকে সোমবার সন্ধ্যায় গাঁজাসহ একজনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামাল মোহাম্মদ রাশেদের কার্যালয়ে তাকে আনলে তিনি মাদক প্রচারের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর বিনা শ্রম কারাদন্ড দণ্ডিত করে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর মো. তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ব্যগ তল্লাশি ৪ কেজি গাঁজাসহ বাদশা শিকদারকে আটক করা।
আটককৃত বাদশা শিকদার পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার কাজীকান্দা গ্রামের শামছুল হক সিকদারের ছেলে।
আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
: আপডেট ১২:০০পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur