চাঁদপুর

চাঁদপুর লঞ্চঘাটে ৭ সিএনজি স্কুটার চালককে অর্থদণ্ড

চাঁদপুর শহরের মাদ্রাসা রোড লঞ্চঘাটে ভাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জন সিএনজি স্কুটার চালককে ৫ হাজার টাকার অর্থদন্ড দেয়া হয়েছে।

সোমবার (২১ মে) দুপুরে মাদ্রাসা রোড লঞ্চঘাট এলাকায় নৌ পুলিশের সহায়তায় বিভিন্ন সিএনজি স্কুটার ও মোটর যানের ওপর ভ্রাম্যমাণআদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা হীরামনি।

এতে যে সসকল সিএনজি স্কুটার ফিটনেস ও লাইন্সেস বিহিন এবং চালককের ড্রাইভিং লাইন্সেস না থাকায় তাদের প্রত্যেককে আলাদা ভাবে বিভিন্ন অংকের টাকা অর্থদণ্ড দেয়া হয়।

লঞ্চঘাট এলাকায় এ অভিযান চলে দুপুর ২ টা থেকে ৪টা পর্যন্ত । এসময় চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ভ’ঁইয়া পিপিএম, সেকেন্ট অফিসার শিকদার হাসানুজ্জামানসহ অন্যান্য পুলিশ সদসস্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ভূঁইয়া পিপিএম জানান, ‘চাঁদপুর লঞ্চঘাটে বাহিরের কিছু সিএনজি স্কুটার এসে অবসস্থান নেন। অতিরিক্ত সিএনজি স্কুটার এখানে অবস্থান নেয়ার কারনে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়।’

তিনি আরো বলেন, ‘ঘাটের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা রমজান মাসে এ মোবাইল কোর্ট অব্যাহত রাখবো।’

প্রতিবেদক- কবির হোসেন মিজি

Share