চাঁদপুর

চাঁদপুর লঞ্চঘাটে সিএনজি অটো পরিচালনায় আহবায়ক কমিটি

সিএনজির ড্রাইভারদের অনুরোধে জেলা পুলিশ সুপারের নির্দেশে চাঁদপুর লঞ্চঘাটের নিরাপদে যাত্রী পাড়াপাড়ের স্বার্থে পুলিশ প্রশাসন ও শ্রমিক নের্তৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা সকাল ১১ ঘটিকায় মাদ্রাসা লঞ্চঘাটে অবস্থিত নৌ-পুলিশ ফাঁড়িতে অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জোনের নৌ-পুলিশ সুপার শুভ্রত হাওলাদার-এর সভাপতিত্বে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বন্ধর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক দেলোয়ার, নৌ-পুলিশ পরিদর্শক মিজান, ওয়ার্ড কাউন্সিলর ফরিদা ইলিয়াস, নৌ-যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বিপ্লব সরকার, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি খোকন মজুমদার, ঘাট কমিটির আহ্বায়ক ইকবাল হোসেন বেপারী, বিআইডব্লিউটিএর শ্রমিক নেতা আ. সাত্তার, টিআই জহিরুল ইসলাম, মোঃ হারুন খাঁ, ওয়াহিদ ইকবাল, নাছির গাজী, ঘাট কমিটির সদস্য সচিব হানিফ, কালাম, কাজী ফারুক, এ এস আইমনির, এ.এসআই ইয়াকুবসহ আরো অনেকে।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইসি নৌ-ফাড়ি এস আই ইন্দ্রোজিৎ।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সম ৮: ১৭ পিএম, ১২ জুন ২০১৭, সোমবার
ডিএইচ

Share