চাঁদপুর লঞ্চঘাটে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর নৌ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ বাদশা (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে।

২২ মে সোমবার দুপুর আড়াইটায় চাঁদপুর নৌ থানার  থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামানের নির্দেশে এস আই (নিঃ) সুমন দে সঙ্গীয় অফিসার ফোর্সসহ চাঁদপুর লঞ্চঘাটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এসময় গাজীপুর জেলার শ্রীপুর থানার কাউরাত, মধ্যপাড়া, এলাকার মোরশেদ আলমের ছেলে মাদক কারবারি বাদশা (৩০)কে ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে। 

নৌ- ফাঁড়ির অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, দেশের বিভিন্ন স্থানের মাদক কারবারিরা চাঁদপুর নৌ পথ কে দীর্ঘদিন ধরে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করে আসছে। আজকে আমরা গোপন সংবাদে খবর পেয়ে ঘাটে অবস্থান করি। তারপর গাজীপুরের বাদশাকে ১২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করতে স্বক্ষম হয়েছি।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতিবেদক:কবির হোসেন মিজি,২২ মে ২০২৩

Share