বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় চাঁদপুর থেকে সব রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। ২৫ অক্টোবর শুক্রবার সকাল থেকে সব লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছেন চাঁদপুর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক বশির আলী খান।
তিনি বলেন, সব ধরনের লঞ্চ চলাচলের অনুমতি ভোর থেকে দেওয়া হয়েছে। এখন চাঁদপুর-মুন্সিগঞ্জ, চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী ছোট লঞ্চগুলোও চলাচল করছে। আর বরিশাল রুটের লঞ্চ চলাচল করতেও বাধা নেই। অর্থাৎ স্বাভাবিক সময়ের মতোই সব রুটের লঞ্চ চলাচল করছে।
যাত্রীরা বলছেন, লঞ্চ চলাচল সাময়িক বন্ধ থাকায় ঘাটে গিয়ে কিছুটা বিপদে পড়েছিলাম। তবে এখন সব লঞ্চ চলাচল করায় ভালো লাগছে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় দানার প্রভাবে চাঁদপুর থেকে সব রুটের নৌ চলাচল বন্ধ ছিল। যদিও রেলপথ ও সড়কপথের যাত্রীবাহী যান চলাচল স্বাভাবিক রয়েছে।
নিজস্ব প্রতিবেদক,২৫ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur