‘রোবোটিক্স, উদ্ভাবন ও শিক্ষার্থীদের স্বীকৃতি: ভবিষ্যতের প্রস্তুতি—আগামী প্রজন্ম, আগামীর প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর রোবোটিক্স ক্লাবের শুভ সূচনা ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার চাঁদপুর রোবোটিক্স ক্লাবের আয়োজনে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুপ্রেরণামূলক পরিবেশে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। যার পরিচালনায় ছিল ড্রিমস অব বাংলাদেশ এবং ব্যবস্থাপনায় আলোকিত প্রজন্ম।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার (Member In Charge of Welfare) মারজুক মুঈদ ঐশ্বর্য। এছাড়াও উপস্থিত ছিলেন ড্রিমস অব বাংলাদেশ-এর সিইও মাহাদির ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আলমগীর হোসেন বাহার।
শুভ সূচনার অংশ হিসেবে কেক কাটা হয় এবং চাঁদপুরের তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাতে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন, চাঁদপুরের তিন কৃতি শিক্ষার্থী সাকিব, মাহাদির ও অরিত্র। তারা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শুধু চাঁদপুর জেলা নয়, বরং সমগ্র বাংলাদেশকে বিশ্বমঞ্চে গর্বিত করেছেন।
এছাড়াও সংবর্ধিত হন চাঁদপুরের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাসফিয়া সুলতানা, যিনি স্কাউটিংয়ে তিনটি অ্যাওয়ার্ড অর্জন করেছেন এবং ভবিষ্যতে বিদেশে আন্তর্জাতিক ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পাবেন —যা চাঁদপুর জেলা ও বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।
আরও সংবর্ধনা প্রদান করা হয় আলোকিত প্রজন্ম সংগঠনের প্রতিষ্ঠাতা , লিলি অব দা ভ্যালি প্রি স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও চাঁদপুর রোবোটিক্স ক্লাবের চেয়ারম্যান আবরার ইসলাম আরিয়ানকে। তিনি ইতালি, নেপাল, কাতার ও দুবাইয়ে বিভিন্ন শিক্ষামূলক , সাংস্কৃতিক মূলক ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রোগ্রামে সুযোগ পেয়েছে এবং চাঁদপুর জেলা তথা সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। আরিয়ানের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে চাঁদপুর জেলার সম্মান তুলে ধরেছেন।
অনুষ্ঠানে ড্রিমস অব বাংলাদেশ সম্পর্কে জানানো হয়, এটি একটি এমন প্ল্যাটফর্ম যা ইতোমধ্যে বাংলাদেশের সম্মান বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। সংগঠনটি যুক্তরাষ্ট্রের নাসা, মাইক্রোসফট, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুনাম ও একাধিক পুরস্কার অর্জন করেছে।
বর্তমানে ড্রিমস অব বাংলাদেশ তাদের “Future Innovators of Bangladesh Campaign: Session–01” উপলক্ষে চাঁদপুর জেলায় কার্যক্রম পরিচালনা করছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশব্যাপী তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবন ও প্রযুক্তি চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে পর্যায়ক্রমে বাংলাদেশের ৬৪টি জেলায় কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিলি অব দ্য ভ্যালি প্রি-স্কুল-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ওবেট স্কাউট গ্রুপ-এর সদস্যবৃন্দ এবং চাঁদপুরের বিভিন্ন তরুণ সামাজিক সংগঠন— আলোকিত প্রজন্ম, মানবিক প্রজন্ম ও তারুণ্যের আলো। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন আলোকিত প্রজন্ম সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং লিলি অব দা ভ্যালি প্রি স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং চাঁদপুর রোবোটিক্স ক্লাব-এর চেয়ারম্যান আবরার ইসলাম আরিয়ান। তিনি বলেন, ভবিষ্যতে চাঁদপুর রোবোটিক্স ক্লাব শুধু চাঁদপুর জেলা নয়, বরং বিশ্বপর্যায়ে ছড়িয়ে যাবে। তিনি জানান, রোবোটিক্স, উদ্ভাবন, সামাজিক কার্যক্রম ও স্কাউটিংসহ বিভিন্ন ক্ষেত্রে আগ্রহী মেধাবী শিক্ষার্থীদের এক ছাতার নিচে এনে একটি Talented Hub গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, চাঁদপুরে অসংখ্য মেধাবী শিক্ষার্থী রয়েছে যাদের যথাযথ প্ল্যাটফর্মের অভাব রয়েছে। সেই প্ল্যাটফর্ম তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং সবার সহযোগিতায় ভবিষ্যতে চাঁদপুর থেকে সারা বাংলাদেশজুড়ে একটি শক্তিশালী Talented Hub গড়ে তোলা সম্ভব হবে। সর্বশেষ ক্লাবের চেয়ারম্যান বক্তব্য প্রদান শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
৭ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur