আনোয়ারুল হক| আপডেট: ১০:০৪ অপরাহ্ণ, ০৭ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার
বিশ্ব সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর এর উদ্যোগে ২ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠানের শেষ দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে ৩৫ জন নিরক্ষরকে স্বাক্ষর শিখানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোরশেদা ইয়াসমিন বলেন, “সরকারের পক্ষে একা সাক্ষর শিখানো সম্ভব হয়তো না। চাঁদপুর রোটার্যাক্ট ক্লাব অব সেন্টাল গার্ডেন সরকারের এই প্রদক্ষেপের সাথে তাল মিলিয়ে সাক্ষরতা দিবসের কার্যক্রম চালিয়েছে। প্রত্যেকে একজন করে স্বাক্ষর শিখালে বাংলাদেশে কোন নিরক্ষক থাকবে না । আপনারা যারা শিখেছেন সবাই মিলে আরো একজন করে শিখানোর চেষ্টা করবেন।”
অনুষ্ঠানে রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রালের সভাপতি রোটারিয়ান মোস্তাক আহমেদ খানের সভাপতিত্বে সচিব রোটার্যাক্ট মোঃ আবু সালেহের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রোটার্যাক্ট ক্লাব অব সেন্ট্রালের সাবেক সভাপতি রোটাঃ প্রকৌশলী দেলোয়ার হোসাইন, সভাপতি মোস্তাক আহমেদ খান।
এসময় আরো বক্তব্য রাখেন, প্রাক্তন সভাপতি রোঃ এম কে সিহাব, সচিব রোটাঃ নিয়াজ মোর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন, রোটাঃ মোঃ আল আমিন। এসময় উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ।
চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur