চাঁদপুর রোটারী ক্লাবের যুব সংগঠন চাঁদপুর রোটার্যাক্ট ক্লাবের বর্তমান সভাপতি রোঃ নিলয় দের সভাপতিত্বে আয়োজিত বোর্ড সভায় ২০২২-২৩ রোটারী বর্ষের প্রেসিডেন্ট ও সেক্রেটারী নির্বাচিত করা হয়েছে।
২১ এপ্রিল বৃহস্পতিবার সভায় রোঃ শাহরিয়ার খান হিমেল সভাপতি এবং রোঃ ইয়াদগীর রুবেল সেক্রেটারী হিসেবে নির্বাচিত হন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের রোটার্যাক্ট কমিটির চেয়ারম্যান রোটাঃ পিপি অধ্যাপক মোঃ জাকির হোসেন আরএফএসএম, প্রেসিডেন্ট ইলেক্ট খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন আরএফএসএমও জয়েন্ট সেক্রেটারী রোটাঃ উজ্জ¦ল হোসাইন আরএফএসএম।
রোটার্যাক্ট ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোঃ রেজাউল ইসলাম রকি, রোঃ এনামুল ইসলাম সাব্বির, আইপিপি রোঃ দেলোয়ার হোসেন সুমন, ভাইস প্রেসিডেন্ট রোঃ কাজী আজিজুল হাকিম, সচিব রোঃ নাজিম উদ্দিন, জয়েন্ট সেক্রেটারী রোঃ আফজাল কাজী, রোঃ রাকিব খান, ট্রেজারার রোঃ নাসরিন সুলতানা মিলি, কমিউনিটি সার্ভিস ডিরেক্ট রোঃ নাজমুন নাহার, ফিন্যান্স ডিরেক্টর রোঃ রাকিবুল ইসলাম, এডিটর রোঃ ব্যভিন্টন চন্দ্র কিরণ, সার্জেন্ট অ্যাট আর্মস ওবায়েদুর রহমান, সদস্য রোঃ নিসাত বসু ও আঁখি পাটওয়ারী।
সভা শেষে ইফতারের আয়োজন করা হয়।
স্টাফ করেসপন্ডেট, ২১ এপ্রিল ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur