চাঁদপুর রোটারী ক্লাব সেরা ক্লাব

রোটারী ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড সিরিমনি-২০২৩ এ চাঁদপুর রোটারী ক্লাব সেরা ক্লাবসহ মোট ১২টি পুরস্কার অর্জন করেছে। গতকাল শনিবার (২৪ জুন) কুমিল্লা শহরের ফান টাউনের কনভেনশন হলে পুরস্কার বিতরণ করা হয়।

রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটা. ইঞ্জি. মো. মতিউর রহমান, পিডিজি রোটা. প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, পিডিজি রোটা. দীলনাঁশি মোহসেন, পিডিজি রোটা. ডা. বেলাল আহমেদ, পিডিজি রোটা. আবু ফয়েজ খান চৌধুরী, ডিস্ট্রিক্ট ফার্স্ট জেন্টেলম্যান রোটা. পিপি মো. জিয়াউদ্দিন চৌধুরী, ডিস্ট্রিক্ট ফিউচার ফার্স্ট লেডী রোটা. সামিনা ইসলাম, ডিস্ট্রিক্ট সেক্রেটারী রোটা. সিপি মোহাম্মদ শাহজাহান ও ডিস্ট্রিক্ট এওয়ার্ড কমিটির চেয়ারম্যান রোটা. পিপি মজিবুর রহমান বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে ২০২২-২৩ রোটারী বর্ষেের পুরস্কার বিতরণ করেন।

চাঁদপুর রোটারী ক্লাব সেরা ক্লাবের পুরস্কার ছাড়াও বেস্ট রোটারিয়ান (রোটা. মাহবুবুর রহমান সুমন), বেস্ট প্রেসিডেন্ট (রোটা. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন), বেস্ট সেক্রেটারী (রোটা. ডা. পীযূষ কান্তি বড়ুয়া), বেস্ট ডেপুটি গভর্নর (রোটা. অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু), বেস্ট অ্যাসিস্ট্যান্ট গভর্নর (রোটা. মো. নাসির উদ্দিন খান), সিগনিফিক্যান্ট মিডিয়া কাভারেজে সেরা, মা ও শিশু স্বাস্থ্যসেবা, মিটিং মিনিট বুক সম্পাদনা , পোলিও কন্ট্রিবিউশনে (রোটা. মাহবুবুর রহমান সুমন), ডিস্ট্রিক্ট ইভেন্টে সর্বোচ্চ উপস্থিতি (রোটা. মাহবুবুর রহমান সুমন) ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করে।

অনুষ্ঠানে চাঁদপুর রোটারী ক্লাবের প্রেসিডেন্ট রোটা. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. মো. নাসির উদ্দিন খান, প্রেসিডেন্ট নমিনি রোটা. অ্যাড. মো. নজরুল ইসলাম, সেক্রেটারী রোটা. ডা. পীযূষ কান্তি বড়ুয়া, সেক্রেটারী (২০২৪-২৫) রোটা. মাহবুবুর রহমান সুমন ও রোটা. শাহীন আক্তার অংশ নেন।

উল্লেখ্য, ক্লাবের সেক্রেটারী (২০২৪-২৫) রোটা. মাহবুবুর রহমান সুমন র‍্যাফেল ড্র-তেও পুরস্কার লাভ করেন।

স্টাফ রিপোর্টার, ২৪ জুন ২০২৩

Share