চাঁদপুর রোটারী ক্লাবের সদস্য মনোনিত হয়েছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত (চৌধুরী ইয়াসিন ইকরাম) ।
শুক্রবার (১৪ জুলাই) রাতে চাঁদপুর রোটারী ক্লাব মিলনায়তনে ক্লাবের ২২৫৬ তম সাপ্তাহিক সভাও চলতি রোটাবর্ষের ৩য় সভায় লেফটেন্ট গর্ভনর ও চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি এবং চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত পিএইচএফ অ্যাডঃ ইয়াসিনকে রোটারী প্রত্যয় পাঠ করান।
রোটারী কলার পিন পড়িয়ে দেন পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোটারিয়ান সূর্য কুমার নাথ ।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক ও চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রোটারিয়ান দেওয়ান আরশাদ আলী, সাবেক সভাপতি রোটারিয়ান প্রফেসর জাকির হোসেন, রোটারিয়ান আলহাজ¦ আবুল কাশেম গাজী, সহ-সভাপতি রোটাারিয়ন নাসির খান, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান অ্যাডঃ পলাশ মজুমদার, সদস্য রোটারিয়ান রফিকুল ইসলাম রফিক, রোটারিয়ান হিরেন্দ দেবনাথ, রোটারিয়ান উজ্জল হোসাইন, পাঠক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক রোটারিয়ান মোঃ সাইফুল ইসলাম রনি, রোটারিয়ান গোপাল সাহা, রোটারিয়ান শাহানারাসহ অনন্য সদস্যবৃন্দ ।
প্রসঙ্গত, অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত চাঁদপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক, চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের আজীবন সদস্য, চাঁদপুর কণ্ঠের চীফ ফটোগ্রাফার ও সিনিয়ার রিপোর্টার, মোহামেডান স্পোটিং ক্লাব, ভাই ভাই স্পোটিং ক্লাব, অরুন নন্দী সুইমিং ক্লাব, চাঁদপুর সাঁতার পরিষদের সদস্য, চতুরঙ্গ সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও অনন্যা নাট্যগোষ্ঠার আজীবন সদস্য, চাঁদপুর রেফারী সমিতির সদস্য এবং চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর অ্যাসোসিয়েটের আইনজীবী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের সাথে জড়িত রয়েছেন ।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ২: ১০ পিএম, ১৫ জুলাই ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur