Home / চাঁদপুর / চাঁদপুর রোটারী ও রোটার‍্যাক্ট ক্লাব অব হিলশা সিটির ফ্রি হেলথ ক্যাম্প
রোটারী

চাঁদপুর রোটারী ও রোটার‍্যাক্ট ক্লাব অব হিলশা সিটির ফ্রি হেলথ ক্যাম্প

বিশ্ব ডায়াবেটিস দিবস -২০২৩ উপলক্ষে চাঁদপুরে রোটারী ও রোটার‍্যাক্ট ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির যৌথ আয়োজনে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং ওজন পরিমাপ করা হয়।

১৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের কালীবাড়ি পুলিশ বক্সের সামনে বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত এই ফ্রি হেলথ কার্যক্রম পরিচালনা করা হয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন আয়কর অফিস চাঁদপুরের উপ-কর কমিশনার সৈয়দ কালিমুল্ল্যাহ।

এসময় উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির সভাপতি মোঃ রকিবুল হাসান রোমন,ক্লাব অর্গানাইজার রোটাঃ মফিজ উদ্দিন সরকার, রোটাঃ শমীর পোদ্দার, চার্টার প্রেসিডেন্ট সিপি রোটাঃ রহিমা বেগম, ক্লাব সেক্রেটারি রোটাঃ এস এম মোর্শেদ সেলিম, ক্লাব ভাইস প্রেসিডেন্ট রোটাঃ তাজুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন, রোটারাক্ট ক্লাবের চার্টার প্রেসিডেন্ট তাহমিনা আক্তার সায়মা,ক্লাব প্রেসিডেন্ট রোঃ জিসান আহমেদ, রোঃ অভয় সিংহ রায়,রোঃ নুসরাত জাহান আখি।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৪ নভেম্বর ২০২৩