চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল বুধবার (২২ জুন) বিকেলে শহরের তালতলা আ.রহিম পাটোয়রী সড়ক এলাকার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষক ও শিক্ষার্থীসহ অতিথিবৃন্দরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মারিফুল মাদ্রাসার শিক্ষক মো. আনোয়ার হোসেন।
চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহনাজ বেগম মুক্তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, দৈনিক আলোকিত চাঁদপুরের সম্পাদক মো. জাকির হোসেন, চাঁদপুর রেসিডেন্সিয়াল কলেজের গভর্নিং বডির সদস্য হুমায়ুন কবির, প্রশাসনিক কর্মকর্তা হালিমা বিনতে কবির।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন দীপক কুমার চক্রবর্তী, জয়নাল আবেদীন, ফয়সাল ফরাজী, হাসিনা আক্তার, মেহেরাজ হোসাইন প্রমুখ।
প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ০২:৩০ এএম, ২৩ জুন ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur