চাঁদপুর

চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির শপথ

চাঁদপুর শহরের সর্ববৃহৎ বিপণী বিতান রেলওয়ে হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।

শপথ গ্রহণ করেন, সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা, মো. মহসীন মিয়া, আলহাজ্ব মজিবুর রহমান আখন্দ, সহ-সাধারণ সম্পাদক মো. আল আমিন খান, হুমায়ুন কবির খোকন গাজী, কোষাধ্যক্ষ মজিবুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলী হোসেন, প্রচার সম্পাদক মজিবুর রহমান (আম), সদস্য মো. ইসহাক মিজি, মো. আমিনুল ইসলাম, মো. মাহবুব আলম খোকা, মো. দেলোয়ার হোসেন।

সমিতির প্রধান নির্বাচন কমিশনার কামাল উদ্দিন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, চাঁদপুর মৎস্য বণিক সমতির সাধারণ সম্পাদক আলহাজ্ব ইদ্রিস আলী গাজী প্রমুখ।

এমসয় মার্কেটের অন্যান্য ব্যাবসায়ী ও গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- আশিক বিন রহিম
ডিএইচ

Share