চাঁদপুর রেলওয়ে কোট স্টেশন সর্বদা পরিস্কার-পরিছন্ন রাখতে সেখানে বেশ কিছু ময়লা আর্বজনা ফেলার ডাস্টবিন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
যাতে করে আগত যাত্রী ও দর্শনার্থীরা প্লাটফর্মের যত্রতত্র ময়লা আর্বজনা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিন গুলোতে ময়লা ফেলেন। চাঁদপুর রেলওয়ে কোট স্টেশন কর্তৃপক্ষ কয়েকদিন সেগুলোকে প্লাটফর্মের বিভিন্নস্থানে দাঁড় করিয়ে রাখলেও তারপর আর সেগুলোর কোন রক্ষনাবেক্ষনের খবর রাখেননি।
গত কয়েক মাস ধরে দেখা গেছে সেই ময়লা ফেলার ডাস্টবিন গুলো নির্দিষ্ট স্থানে না রেখে সেগুলো ভালো থাকা সত্ত্বেও প্লাটফর্মের ময়লা-আর্বজনার স্তুপে ফেলে রেখেছেন।
চাঁদপুর রেলওয়ে কোট স্টেশনে বিভিন্ন পদে লোক বল নিয়োগ থাকলেও সেগুলো রক্ষনাবেক্ষন এবং দেখার যেনো কেউ নেই। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের দেয়া প্রায় অনেকটা নতুন ডাস্টবিন গুলোকে এভাবেই দীর্ঘদিন যাবৎ ময়লা আর্বজনার স্তুপে ফেলে রাখতে দেখা যায়।
প্রতিবেদক:কবির হোসেন মিজি,২৮ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur