চাঁদপুর ফরিদগঞ্জে কেককাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।
শুক্রবার (১২ আক্টোবর) দুপরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে শ্রমিক লীগের কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ রাসেল, সাবেক ছাত্রলীগ নেতা মনির হোসেন, পৌর শ্রমিক লীগের সভাপতি কাজী কাউছার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক নূরনবী, প্রচার সম্পাদক শামছুল আলম কাজী, সিএনজি শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক শাহ আলম, শ্রমিক লীগের আল আমিন, দেলোয়ার, আনোয়ার, কাউছার, বাবুল, মাহাবুব, স্বপন প্রমুখ।
প্রতিবেদক:আতাউর রহমান সোহাগ
১২ আক্টোবর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur