Home / চাঁদপুর / চাঁদপুর রেলওয়ে শ্রমিকলীগের মতবিনিময় সভা
চাঁদপুর রেলওয়ে শ্রমিকলীগের মতবিনিময় সভা

চাঁদপুর রেলওয়ে শ্রমিকলীগের মতবিনিময় সভা

চাঁদপুর জেলা রেলওয়ে শ্রমিকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল।

তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকত, দেশ বাঁচলে রেল বাঁচবে। রেল বাঁচলে দল বাঁচবে। রেলওয়ে শ্রমিক লীগ কে শক্তিশালী করতে হবে। ঐক্যের বিকল্প নেই। তাই সকল দ্বিধা দ্বন্দ ভুলে রেলওয়ে শ্রমিক লীগকে শক্তিশালী করতে একত্রিত হয়ে কাজ করতে করতে হবে।”

রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগ সদস্য সচিব অধ্যাপিকা মাসূদা নূর খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সদস্য শাহজাহান চৌকদার, জেলা শ্রমিক লীগ সভাপতি নূরুল ইসলাম মিয়াজী, সাধারণ সম্পাদক আঃ হান্নান খান, জেলা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, ৭নং তরপুরচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান মজিব কাজী, মহিলা যুবলীগ সভাপতি কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, বিদ্যুত শ্রমিক লীগ নেতা আঃ মালেক, রেল শ্রমিক নেতা শেখ মোঃ পলাশ প্রমুখ।

চাঁদপুর রেলওয়ে শ্রমিকলীগের মতবিনিময় সভা

About The Author

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

।।  আপডেট: ০১:৪৫ পিএম, ১৫ নভেম্বর ২০১৫, রোববার

ডিএইচ