ডিজিটাল বাংলাদেশে দিন, দিনই মানুষের সেবার পরিধি বাড়ছে। মানুষ এখন হাতের নাগালেই নানা সেবা পেয়ে থাকেন। এক সময় সাধারণ মানুষজন জায়গা জমি রেজিস্ট্রি করতে সাব- রেজিস্ট্রারের অফিসে গেলে সেখান টাকা লেনদেনের জন্য বিভিন্ন ব্যাংকে ছুটাছুটি করতে হতো।
অনেকেই আবার তাদের ব্যাংক একাউন্ট যে ব্যাংকে রয়েছে, সেসব নির্দিষ্ট ব্যাংকে গিয়ে টাকা লেনদেনের জন্য যার, যার উপজেলায় যেতে হতো। কিন্তু যুগের সাথে সাথে তাল মিলিয়ে বাংলাদেশে সর্বক্ষেত্রেই মানুষের সেবার পরিধি বাড়ছে। গ্রাহকের সুবিদার্থে এখন সদর চাঁদপুর রেজিস্ট্রার অফিসের সামনেই বসেছি এনআরবিসি ব্যাংক।
গেলো বছরের ২ অক্টোবর সাব ব্রাঞ্চ উপ শাখা হিসেবে এনআরবিসি ব্যাংকটি আনুষ্ঠানিক ভাবে সেখানে উদ্বোধন হয়। তারপর থেকেই গ্রাহকদের কাছ থেকে সরকারি বিভিন্ন ফি গ্রহণসহ এখান থেকেই মানুষ সকল ধরনের ব্যাংকিং সুবিদা পাচ্ছেন।
সাব- রেজিস্ট্রিার অফিসের নিকট এমন সেবা পেয়ে সাধারণ মানুষরাও অনেক খুশি।
ছবি ও প্রতিবেদন কবির হোসেন মিজি।