চাঁদপুর

চাঁদপুর-রায়পুর সড়কে বাস ও সিএনজি স্কুটার সংঘর্ষ

চাঁদপুর-রায়পুর সড়কের ফরিদগঞ্জ টুবগী এলাকায় সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বোগদাদ বাস ও সিএনজি স্কুটার সংঘর্ষে একই পরিবারের শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছে।

আহতরা সভাই ওই সিএনজি স্কুটারের যাত্রী ছিলেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রেজিস্টার সূত্রে আহতের নাম পরিচয়ে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হণিনা গ্রামের এনায়েত হোসেনের স্ত্রী শাহনাজ বেগম(২৮) তার দু শিশু সন্তান হাসিব (১) ও লামিয়া (৬) এবং স্বপ্না (৪০) নামে অপর এক যাত্রী আহত হন।

এদের মধ্যে শাহনাজ বেগমের একটি পা ভেঙ্গে গুড়িয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত সেবকরা জানায়, ‘আহত শাহনাজ বেগমের একটি পা মারাত্মক ভাবে ভেঙ্গে গেছে। পাটি রাখার কোনো সম্ভাবনা নেই। হয়তো পা টির রানের গোড়া পর্যন্ত কেটে ফেলতে হবে। তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, শাহনাজ বেগম সোমবার বিকেলে টুবগী এলাকা থেকে একটি সিএনজি স্কুটারে করে বাড়িতে রওয়ানা দেন। স্কুটারটি টুবগী বটতলা নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বোগদাদ বাসটি স্কুটারের সাথে সংঘর্ষ বাধিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

: আপডেট, বাংলাদেশ সময় ০৯:৩০ পিএম, ১০ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- কবির হোসেন মিজি
Share