চাঁদপুর-রায়পুর সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছে। এতে শিহাবুল হাসান করিম (১৮) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় চাঁদপুর -রায়পুর সড়কের ওয়্যারলেস পার্সপোট অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন চাঁদপুর খলিসাডুলি এলাকার বিল্লাল মিজির ছেলে এবং আহত শিহাব বাবুরহাট দাসদী গ্রামের লিপন মিজির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নিহত মনির ও তার বন্ধু শিহাব একটি মোটর সাইকেলে করে ঘুরতে বের হন। তারা ঘুরা ফেরা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ান দেন। তাদের মোটর সাইকেলটি চাঁদপুর-রায়পুর সড়কের ওয়্যারলেস পার্সপোট অফিসের সামনে গেলে হঠাৎ ফরিদগঞ্জ থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী যশোর-ট ১১-৩১০৯ নম্বরের মালবাহী একটি ট্রাক তাদের বহনকৃত মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধিয়ে দেয়। এতে তারা দু,জন ছিটকে পড়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষনিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ বেলাল হোসাইন মোটর সাইকেল আরোহী মনির হোসেনকে মৃত ঘোষনা করেন।
এ রির্পোট লেখা পর্যন্ত হাসপাতালের কড়িডোরে নিহতের লাশ পড়ে থাকতে দেখা গেছে।
এদিকে এমন দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করে রেখেছে বলে জানা গেছে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২২ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur