চাঁদপুর রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষীর চর বাজারে এক রাতে পাঁচটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকানের প্রায় দশ লক্ষ টাকার সামগ্রী চুরি অভিযোগ করেছে দোকানদার মালিকরা। ৩০ জুন সোমবার এই ঘটনা ঘটে।
খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা যায়, এদিন সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে এই ঘটনা। খবর জানাজানি হতেই দোকানের মালিক এবং অন্যান্য ব্যবসায়ীরা ছুটে আসেন।
ব্যবসায়ীদের অভিযোগ, সোমবার গভীর রাতে একদল দুষ্কৃতী পরপর থাকা পাঁচটি দোকানের শাটার ভেঙে চুরি করে। তিনটি মুদিখানা দোকান, একটি চা- সিকেরেটের দোকান, এবং একটি মেশিনারিজ ইলেকট্রনিক দোকানে চুরির ঘটনা ঘটে।
পাঁচটি দোকান মিলিয়ে মোট ১০ লক্ষ টাকার সামগ্রী চুরি যায় বলে অভিযোগ করেন দোকান মালিকরা।
দোকান মালিকরা হলেন, মোদি দোকান মোঃ আলাউদ্দিন মিজি, মোঃ মেছের আলি মিজি, মোঃ বোরহান উদ্দিন মিজি, মোঃ সরবত আলি সরদার ও চায়ের দোকান মোঃ হাচন হাওলাদার।
প্রতিবেদক: আশিক বিন রহিম,৩০ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur