Home / চাঁদপুর / চাঁদপুর রহমতপুর আবাসিক এলাকায় রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ
চাঁদপুর রহমতপুর আবাসিক এলাকায় রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ

চাঁদপুর রহমতপুর আবাসিক এলাকায় রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ

চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড রহমতপুর আবাসিক এলাকায় রাস্তা বন্ধ করে জেসিমন ভিলা (নং-৯৯) নামে একটি ভবন নির্মাণের কাজ করতে দেখা গেছে।

ভবনটির মালিক এমএ জলিল নিজে দাঁড়িয়ে কাজ পরিচালনা করছেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রাস্তাটির দু’পাশে বাঁশ দিয়ে চলাচল পুরো বন্ধ করে দেয়া হয়।

স্থানীয় ও পথচারীরা অভিযোগ করে সংবাদকর্মীকে জানান, চলাচলের রাস্তা বন্ধ করে কারো নিজস্ব ভবন নির্মাণ করতে আমরা সাধারণত দেখি না, কিন্তু এখানে এসে আটকা পড়ে দেখতে পাই। আমরা এখন রাস্তা ঘুরে যেতে হয়।

এ ব্যাপারে ভবনের মালিকের কাছে জানতে চাইলে তিনি চাঁদপুর টাইমসকে জানান, ‘সবাই তো এভাবে (রাস্তা বন্ধ করে) কাজ করে থাকে, তাই আমিও করছি।’

পৌর কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, ‘এগুলোর দরকার হয় না। সকাল থেকে আমি কাজ করে যাচ্ছি।’

এ বিষয়ে চাঁদপুর পৌর প্রকৌশলী এএইচএম শামসুদ্দোহা চাঁদপুর টাইমসকে জানান, ‘এটা আমাদের জানা নেই। তবে দায়িত্বরত কর্মকর্তা জাহিদকে বিষয়টি দেখার জন্য অবহিত করা হবে।’

১০ নং ওয়ার্ড কাউন্সিলর ডিএম শাহজাহান চাঁদপুর টাইমসকে জানান, ‘আমি সকালে বাসা থেকে পৌরসভায় চলে এসেছি, এ ধরণের কোনো অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

প্রসঙ্গত, রাস্তায় নির্মাণসামগ্রী রেখে কোনো ভবনের কাজ করা যাবে না মমেং চাঁদপুর জেলা প্রশাসনের একাধিক আইন শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। কিন্তু প্রশাসনের নির্দেশনা অমান্য করে অনেকেই ভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের কাজ করে যাচ্ছেন।

: আপডেট, বাংলাদেশ সময় ০২:৫০ পিএম, ১৬ অক্টোবর ২০১৬, রোববার
ডিএইচ

চাঁদপুর রহমতপুর আবাসিক এলাকায় রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Leave a Reply