চাঁদপুর রঙেরগাঁও থেকে ইয়াবাসহ দু’যুবক আটক

আশিক বিন রহিম | আপডেট: ১০:৪০ অপরাহ্ণ, ২৬ আগস্ট ২০১৫, বুধবার

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রঙেরগাঁও এলাকা থেকে ইয়াবাসহ ২ যুবক আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

বুধবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রেতা শুক্কুর ছৈয়াল (৩৫) ও মাসুদ পাটওয়ারী (৩০) কে আটক করা হয়। এসময় তাদের শরীর তল্লাশী করে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করেন মডেল থানার এএসআই আহসানুজ্জামান লাবু। আটককৃতদের বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে বলে জানা যায়।

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

Share