চাঁদপুর

চাঁদপুর রঘুনাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার মধ্যরঘুনাথপুর গ্রামে মুরাদ হোসেন নামে দেড় বছর বয়সী এক শিশুর করুন মৃত্যু হয়েছে। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে ওই গ্রামের গাজী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মুরাদ হোসেন ওই বাড়ির ফয়সাল গাজীর ছেলে।

তার চাচা ডাঃ মাসুদ হোসেন জানায়, শুক্রবার সকালে শিশু মুরাদের মাতা তাকে ভাত খাওয়ানোর পর বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকাতে তিনি ওই বিয়ে বাড়িতে যান। এর ফাঁকে শিশু মুরাদ হোসেন বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলতে বেরিয়ে পড়ে।

এদিকে পরিবারের লোকজন তাকে অনেকক্ষন দেখতে না পেয়ে বাড়ির বিভন্নস্থানে খোঁজতে থাকেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পুকুরের পানিতে তাকে ভেসে উঠতে দেখে তারা তাকে তাৎক্ষনিক উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যায়।

কর্মরত চিকিৎসক ডাঃ সুজাউদ্দোলা রুবেল তাকে মৃত ঘোষনা করেন। পরে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যায়।


প্রতিবেদক- কবির হোসেন মিজি

Share