Home / চাঁদপুর / চাঁদপুর যক্ষ্মা নিরোধ সমিতির মতবিনিময়
চাঁদপুর যক্ষ্মা নিরোধ সমিতির মতবিনিময়

চাঁদপুর যক্ষ্মা নিরোধ সমিতির মতবিনিময়

‘ঐক্যবদ্ধ হলে সবে, যক্ষ্মামুক্ত দেশ হবে’ যক্ষ্মা রোগ প্রতিরোধে সমাজিক আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) চাঁদপুর জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল ৩টায় চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রুশদীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) জেলা শাখার সাধারণ মোহাম্মদ হোসেন, যুগ্ম সম্পাদক আহসানুজ্জামান মন্টু, ফিল্ড স্টাফ বিচিত্র চন্দ্র দাস, ব্রাক প্রতিনিধি মিজানুর রহমান।

সভায় রিসোর্স পার্সন হিসেবে যক্ষ্মা রোগের লক্ষণ ও এর প্রতিকার বিষয় তুলে ধরেন চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ে চিকিৎসক আশ্রাফুজ্জামান, বিশিষ্ট চিকিৎসক ডা. পিযূষ কান্তি বড়–য়া।

বক্তারা বলেন, ‘বাংলাদেশে যক্ষ্মা একটি অন্যতম ঘাতক ব্যাধি, যা প্রতিবছর বহু মানুষের মৃত্যু ঘটায়। বর্তমানে এ রোগের চিকিৎসা ও ঔষধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। আমাদের দেশে যক্ষ্মা সম্পর্কে সামাজিক কিছু কুসংষ্কার এখনো রয়ে গেছে। অনেকে যক্ষ্মাকে বংশগত রোগ বলে মনে করেন। এর প্রধান কারণ হলো জনসচেতনতা না থাকা। এ ব্যপারে আমাদের সচেতন থাকলে এবং যক্ষ্মার লক্ষণ দেখা গেলে সাথে সাথে চিকিৎসেরক পরামর্শ নিলে যক্ষ্মা রোগ প্রতিকার করা সম্ভব।’

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ মোহাম্মদ মাকসুদুল আলম, শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, দৈনিক চাঁদপুর সংবাদের প্রকাশক ও সম্পাদক আবদুর রহমান, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক ইব্রাহিম খলিল, দৈনিক সুদিপ্ত চাঁদপুরের বার্তা সম্পাদক এমআর ইসলাম বাবু প্রমুখ।

প্রতিবেদক- আশিক বিন রহিম

Leave a Reply