চাঁদপুর

চাঁদপুর মৎস্য বিভাগের ৬শ’ ৬৪ কেজি পোনা মাছ অবমুক্ত

চাঁদপুর জেলা মৎস্য বিভাগ ও সদর উপজেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে বুধবার (৩১ আগস্ট) শহরের শিশু সনদের এতিমখানা পুকুর, চাঁদপুর জেলা প্রশাসকের বাংলো পুকুর ও চরমেয়শা বিলে মোট ৬শ’ ৬৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

শিশু সনদের এতিমখানা পুকুরে পোনা মাছ অবমুক্তি উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম ও সিনিয়র সদর উপজেলা মৎস্য কমকর্তা ।

চাঁদপুর জেলা প্রশাসকের বাংলোর পুকুরে পোনা মাছ অবমুক্তি করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোহাম্মদ আব্দুল হাই। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলাম ।

করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১২:১৩ এএম, ১ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share