চাঁদপুর

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির নির্বাচনে বিজয়ী হলেন যারা

ব‌্যাপক উৎসব মুখর ও শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

২৫ জানুয়ারি সোমবার সকাল সা‌ড়ে ১০টা থেকে বি‌কেল ৪টা পর্যন্ত ২৮৭ জন ভোটা‌রের মধ্যে ভোটার তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগের মধ‌্য দি‌য়ে এ নির্বাচন সম্পন্ন হয়।

এতে সভাপতি পদে আব্দুল বারী জমাদার মানিক ও সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ শবেবরাত সরকারসহ ১০ প্রা‌র্থিকে নির্বাচিত হয়।

নির্বাচ‌নে সভাপতি পদে আব্দুল বারী জমাদার মানিক (চেয়ার) প্রতী‌কে ১৮৭ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আলহাজ মোঃ মিজানুর রহমান ভূঁইয়া কালু (ছাতা) প্রতী‌কে ৮০ পে‌য়ে‌ছেন ভোট।

সহ-সভাপতি পদে মোঃ বাদশা মাল (দোয়াত-কলম) প্রতী‌কে ১৫৮ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মোঃ মুনসুর বন্দুকসী (মোমবাতি) প্রতী‌কে পে‌য়ে‌ছেন ১১৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে হাজী মোঃ শবেবরাত সরকার (মাছ) প্রতী‌কে ১৭৬ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী হাজী মোঃ আনোয়ার হোসেন গাজী (গরুর গাড়ি) প্রতী‌কে ৯৫ পে‌য়ে‌ছেন ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে শাহজাহান বেপারী (খেজুর গাছ) প্রতী‌কে ১৭৪ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সোহেল গাজী (ফুটবল) প্রতী‌কে পে‌য়ে‌ছেন ৯৫ ভোট।

কোষাধ্যক্ষ পদে মোঃ মাইনুদ্দিন বেপারী (দেয়াল ঘড়ি) প্রতী‌কে ১৭৩ ভোট পে‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাহাঙ্গীর জমাদার (বটগাছ) প্রতী‌কে পে‌য়ে‌ছেন ৯৭ ভোট।

পরিচালক ৭ পদে বিজয়ী প্রার্থীরা হলেন : মোঃ সুমন খান (হরিন) প্রতী‌কে ভোট, আঃ খালেক বেপারী (হাঁস) প্রতী‌কে ১৯৭, মোঃ সিদ্দিকুর রহমান (বই) প্রতী‌কে ১৮২ ভোট, মোঃ ছানা উল্লাহ মিজি (লঞ্চ) প্রতী‌কে ১৭৮ ভোট , ওমর ফারুক চোকদার (টিউবওয়েল) প্রতী‌কে ১৫৯ ভোট, মোঃ ইয়াকুব খান (উড়োজাহাজ) ১৫৬ প্রতী‌কে ভোট, মোঃ দাদন বেপারী (মোরগ) প্রতী‌কে ১৪৬ ভোট ও শ্রীকৃষ্ণ চন্দ্র দে (টেবিল) প্রতী‌কে ১২৫ ভোট পেয়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

উ‌ল্লেখ‌্য নির্বাচনে ১২টি পদের বিপরীতে ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

নির্বাচ‌নে প্রধান নির্বাচন ক‌মিশানারের দ‌া‌য়িত্ব প‌ালন ক‌রে সমবায় অ‌ধিদপ্ত‌রের প‌রিদর্শক মোতালেব খান, সহকা‌রি নির্বাচন ক‌মিশনার অালমগীর হো‌সেন, স‌মি‌তির সদস‌্য হাজী বাবুল জমাদার।

প্রতিবেদক:আশিক বিন রহিম,২৫ জানুয়ারি ২০২১

Share