চাঁদপুর মোহামেডান ক্লাবের জীম উদ্বোধন

চাঁদপুর মোহামেডান ক্লাবের জীম উদ্বোধন করা হয়েছে। চাঁদপুর পৌরমেয়র নাছির উদ্দিন আহমেদ ক্লাবের জীম-এর উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে চাঁদপুর মোহামেডান ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান বাবু সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও ক্লাবের সভাপতি জহিরুল ঈমান চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারী, চেম্বার অব কমার্সের সদস্য বাবু তমাল কুমার ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।

উপস্থিত ছিলেন মোহামেডাম ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন সরকার জাবেদ আহম্মেদ, বলাই বর্ধন, গভর্নিং বডির সদস্য অ্যাড. দেবাশিষ কর মধু, রফিকুল ইসলাম খান কার্যকরী সদস্য, সহ-সভাপতি মাসুদুর রহমান সিপু, যুগ্ম সম্পাদক শামীম ফারুকী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সেকুল, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সহ-ক্রীড়া সম্পাদক মাঈনুল ইসলাম জীবন, কোষাধ্যক্ষ শম্ভুনাথ দত্ত, সমাজকল্যাণ সম্পাদক আসিফ খান, প্রচার সম্পাদক মিজানুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর বেপারী, দপ্তর সম্পাদক অমর চক্রবর্তী, সদস্য অ্যাড. দুলাল গাজী, গৌতম বধন, সুব্রত মজুমদার, রিন্টু পাটোয়ারী, আশিষ কুমার লোধ সেন্টু প্রমুখ।

‘মানুষ মানুষের জন্য’ এ প্রতিপাদ্য সামনে রেখে চাঁদপুর মোহামেডান স্পোটিং ক্লাব মানুষের স্বাস্থ্যসেবা নিচ্ছিত করতে অর্ধকোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক জীম সামগ্রী নিয়ে এসেছেন। এখন থেকে স্বাস্থ্য সুরক্ষা রাখতে শিশু, যুবক, বৃদ্ধ সকলে জীমে আসতে পারবে।

 

| আপডেট: ০২:০১ অপরাহ্ন, ১৯ সেপ্টেম্বর ২০১৫, শনিবার

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

Share