চাঁদপুর

চাঁদপুর মোলহেডে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ইলিশ ভাস্কর্য

চাঁদপুর বড়স্টেশন মোলহেডের প্রবেশ পথে তৈরি করা হচ্ছে ইলিশ ভাস্কর্য সেলফি জোন। চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ব্র্যান্ডিয়ের অংশ হিসেবে পর্যটন কেন্দ্র হিসেবে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করার জন্যে মূলত এ ইলিশ ভাষ্কর্য।

জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বড়স্টেশন মোলহেডে গিয়ে কাজের অগ্রগতির খোঁজ খবর নেন।

বড়স্টেশন মোলহেডে দর্শনার্থীদের জন্য চাঁদপুর পৌরসভা কর্তৃক তৈরি করা হয় রক্তাধারা। আর রক্তাধারা কারণে মোলহেডের সৌন্দর্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। মোলহেডকে আরো সাজাতে ও আগত পর্যটকদের আরো বাড়তি নজর কাড়তে প্রশাসনের পক্ষ থেকে এ ইলিশ ভাষ্কর্য নির্মাণ করা হচ্ছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, ‘সেলফি প্রেমি মানুষের জন্য ইলিশ ভাষ্কর্য নির্মাণ করা হচ্ছে। যারা এখানে ঘুরতে আসবেন, তারা যেনো প্রথমে ঢুকেই সেলফি তুলতে পারেন। ইলিশ ভাষ্কর্যটি এভাবে তৈরি করা হচ্ছে যাতে করে সবার নজর কারে। আশা করি খুব শীঘ্রই এটির কাজ সম্পন্ন হবে।

প্রতিবেদক- শরীফুল ইসলাম
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share