চাঁদপুর

চাঁদপুর কোস্টগার্ডের অভিযানে জাটকা ও কারেন্ট জাল জব্দ

চাঁদপুর মেঘনা মোহনা থেকে রাত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে ২শ’ কেজি জাটকাসহ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি তবে জব্দকৃত জালের মধ্যেই বিপুল পরিমাণ জাটক আটকে ছিলো।

কোস্টগার্ডের সিনিয়র চীফ ফেটি অফিসার মকবুল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান চালায়। পরে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে দেয়া হয় এবং জাটকাগুলো গরীব ও অসহায়দের জন্য বিলিয়ে দেয়া হয়।

কোস্টগার্ড জানায়, ‘অভিযানের সময় জেলেদেরকে ধাওয়া করলে মেঘনায় মোহনায় নোকাটি ফেলে রেখে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ সময় নৌকাটি তলিয়ে গেলে তা উদ্ধার করা সম্ভব হয়নি। তবে জালটি জব্দ করা গেছে।’

প্রসঙ্গত, চাঁদপুরে চলেছে জাটকা ইলিশের রক্ষা কর্মসূচি । জেলা ও উপজেলায় চলছে প্রশাসনের প্রচারাভিযান।

প্রতিবেদক- বাদল মজুমদার
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৫৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Share