গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার মেরিন একাডেমী ও কোস্টগার্ড কার্যালয়ের পরিদর্শন করেন। শনিবার দুপুর ১২টায় শহরের নিজ গাছতলা এলাকাস্থ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় কালে তিনি কাজের গুনগত মান নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে। কাজের মান ঠিক করার নির্দেশ দেন সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। শুধু তাই নয় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাকে নির্দেশ দেন ৯০ভাগ কাজ হলে ৭৫ ভাগ কাজের বিল পরিশোধ করার। ১৫ ভাগ কাজের বিল জমা থাকবে। ওই বিল দেওয়া হবে কাজের গুনগত মান দেখে। তিনি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি কাজের বিভিন্ন স্থান পরিদর্শন করে।
এসময় উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্বপন কুমার ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম মেজবাহ উদ্দিন, ড. ইকবাল, অ্যাড. দুলাল পাটওয়ারী, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ডরমেটরী কাজের ঠিকাদার আঃ রব ভূইয়া, প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি শরীফ আহম্মেদ পলাশ প্রমুখ।
এর পূর্বে বেলা সাড়ে ১১টায় চাঁদপুর কোস্টগার্ড সিজি স্টেশনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও দুপুর আড়াইটায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী-নানুপুর চৌরাস্তা মোড়ে চাঁদপুরজমিন কমিউনিটি সেন্টারে দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে যোগ দান করেন। সব শেষে বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করেন।
আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur