চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতিকে সংবর্ধনা
চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ এর পক্ষ থেকে চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। ২২ জানুয়ারী (বৃহস্পতিবার) চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদীকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসাইন ও সাধারণ সম্পাদক মো : সাইফুল্লাহ বেপারীসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন,চাঁদপুর প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন।
চাঁদপুর প্রেসক্লাবের নেতৃত্বে সাংবাদিকরা ঐক্যবদ্ধ।সবার জন্য প্রেসক্লাব উম্মুক্ত। আমরা চাই সকল পেশাজীবী সংগঠনের কার্যক্রম প্রেসক্লাবে করবেন এবং প্রেসক্লাবের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।প্রেসক্লাব পাশে থাকবে।
পরে মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ এর নেতৃবৃন্দ গণের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম হৃদয়, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, ক্রিয়া সম্পাদক মোহাম্মদ মিনহাজ।
স্টাফ রির্পোটার/
২২ জানুয়ারি ২০২৬