চাঁদপুর মেঘনা মোহনায় যাত্রীবাহী লঞ্চের ঢেউয়ের আঘাতে ২ হাজার ৭শ’ বস্তা সিমেন্টসহ এম.আর.এক্সপ্রেস নামে ট্রলার ডুবে গেছে।
এই ঘটনায় বারেক (৫০) নামে শ্রমিক নিখোঁজ রয়েছে।
শনিবার (১২ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টায় মেঘনা নদীর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এমভি গ্রীন লাইন নামের যাত্রীবাহী লঞ্চ দক্ষিনাঞ্চল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রলারটি ঢেউ এর আঘাতে কাত হয়ে ২৭শ’ বস্তা সিমেন্টসহ ডুবে যায়।
চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, ঘটনার পর রাতেই ট্রলারে থাকা পটুয়াখালি জেলার গলাচিপা থানার কুলখান গ্রামের মতলব আলীর ছেলে আবুল বাশার (৪৫) সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে তিনি সাইফুল ইসলাম ও বারেকসহ ৩জন ছিলেন বলে উল্লেখ করেন। দুর্ঘটনার পর তারা পাড়ে আসতে পারলেও সাথে থাকা বারেক নিখোঁজ রয়েছেন।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের সিনিয়র পেডি অফিসার মুকবুল আহমেদ বলেন, নিখোঁজ ব্যাক্তিকে খোঁজার জন্য কোস্টগার্ড টহল দল আজ সকাল থেকেই চেষ্টা অব্যাহত রেখেছেন।
সিনিয়র করেসপন্ডেন্ট: আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ এএম, ১৩ নভেম্বর ২০১৬, রোববার
ডিএইচ