চাঁদপুর

চাঁদপুর মেঘনায় কার্গোর ধাক্কায় অপর কার্গো ডুবি : নিখোঁজ ১

চাঁদপুরের মেঘনা নদীতে দুই কার্গোর সংঘর্ষে এম ভি দুলাল নামে ১ টি কার্গো ডুবির ঘটনা ঘটেছে। এতে রিপন শেখ (২২) নামে এক কার্গোর সহকারী চালক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৫জুন) দুপুর সাড়ে ১২ টায় চাঁদপুর বড় স্টেশন মোলহেড সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া এম ভি দুলাল কার্গোর মাষ্টার দেলোয়ার হোসেন জানায়, সোমবার দিন তারা কার্গো নিয়ে ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিলো। দুপুর সাড়ে ১২ টার দিকে বৃষ্টির সময় কার্গোটি চাঁদপুরের মেঘনা নদীর মোলহেডের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা ঢাকা গামী এম ভি হাজী সালাম নামে অপর একটি কার্গোর সাথে মুখোমুখি সংঘর্ষ বাঁধে।

এতে করে এম ভি হাজী সালাম কার্গোর ধাক্কায় খুলনাগামী এম ভি দুলাল কার্গোটি ডুবে যায়। তিনি জানান, কার্গোতে তারা মোট ৮ জন লোক ছিলো। কার্গোটি ডুবে যাওয়ার সময় তারা ৭ জন সাতরে নদীর কিনারে পৌছলেও ঘটনার পর থেকে কার্গোর সহকারী চালক ফরিদপুর জেলার বোয়াল বাড়ি থানার রিপন শেখকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর মাস্টার দেলোয়ার হোসেন কার্গো ডুবে যাওয়ার বিষয়টি চাঁদপুর নৌ থানা পুলিশকে অবগত করেন।

চাঁদপুর নৌ থানার সেকেন্টে অফিসার শিকদার হাসানুজ্জামান জানান, সোমবার বৃষ্টির সময় দুপুর সাড়ে ১২ টার দিকে মোহনার কাছে মেঘনা নদীতে দুই কার্গোর সংঘর্ষে এম ভি দুলাল ডুবে যায় বলে মাষ্টার দেলোয়ার হোসেন জানিয়েছেন।

এ বিষয়ে আমরা চাঁদপুর মডেল থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অবগত করেছি।

প্রতিবেদক- কবির হোসেন মিজি

Share