চাঁদপুর

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চাঁদপুর সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শহরের ষোলঘর এলাকায় অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে শহরের চেয়ারম্যানঘাট এলাকায় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডঃ মোঃ জয়নাল আবেদীন ।

সম্মিলিত পেশাজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক মোঃ হারুনুর রশিদের পরিচালনায় সভায় অনন্যর মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য অ্যাডঃ এ জেড এম রফিকুল হাসান, অধ্যাপক মোঃ জয়নাল আবেদীন, মোঃ বোরহান খান, এমদাদুল হক মিলন, মাও. আবুল কালাম, মাওলানা মোঃ মহসিন খান, মোঃ আনোয়ার হোসেন বাচ্চু, অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম, মাও. রাসেল হোসাইন জোনাইদ প্রমুখ ।

বক্তরা বলেন, ৭ নভেম্বর সৃষ্টি না হলে বাংলাদেশে বহুদলী গণতন্ত্র আসতো না, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেতো না। এ দিবসের কারণে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়েছিলো, আওয়ামী লীগের পুনর্জন্ম হয়েছে। বলতে দ্বিধানেই জিয়াউর রহমানের সদিচ্ছার কারণেই বর্তমান প্রধানমন্ত্রী দেশে প্রত্যাবর্তন করতে পেরেছেন এবং তাঁর পৈতিৃক বাড়ি ফিরে পেয়েছেন।’

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ৭ : ০৩ পিএম, ৭ নভেম্বর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Share