চাঁদপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের ৩০ বছর পূর্তি উপলক্ষে শিশু-কিশোরদের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। ৯ মাস মুক্তিযোদ্ধরা জীবন বাজি রেখে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছে। প্রিয় সোনামনিরা তোমাদের মুক্তিযুদ্ধ বিষয়ে জানতে হবে। ১৯৭১ সালে শহীদ জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন।
তিনি আরো বলেন, শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের স্বপ্ন তোমাদের মতো শিশুদের বা নবপ্রজন্মকে খেলোধুলায় আগ্রাহী করা। তোমাদের মোবাইল আসক্তি বন্ধ করতে হবে। তোমাদের মোবাইল বন্ধ করে মাঠে খেলাধুলায় মনোযোগী হতে হবে। মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবা করতে হবে।
চাঁদপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হামিদ মাস্টার।
চাঁদপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামছুল আলম সূর্যের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন মাঝি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সংগঠনের যুগ্ম সম্পাদক মোসলে উদ্দিন মাসুদ।
উল্লেখ্য, চাঁদপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের ৩০ বছর পূর্তি উপলক্ষে শিশু-কিশোরদের ৮টি ইভেন্টের ১১০ জন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্টাফ রিপোর্টার, ৩ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur