চাঁদপুর জেলা মুক্তিফৌজ ফাউন্ডেশনের সাধারণ সভা শুক্রবার (৩০ ডিসেম্বর) শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় ২০১৭-২০১৮ সনের জন্য কেন্দ্রীয় কার্যনিবাহী পরিষদ গঠন করা হয়েছে বলে সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল আহসান মজুমদারের স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন মহান মুক্তিযুদ্ধের ২ নং সেক্টরের অধীন ১২০৪ চাঁদপুর সাব-সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার এবং চাঁদপুর মুক্তিফৌজ ফাউন্ডেশনের সভাপতি ক্যাপ্টেন (অবঃ) জহিরুল হক পাঠান (টি.জে)।
সভায় চাঁদপুর জেলার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা জনাব বিএম কলিম উল্লাহ এবং ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টা জনাব বিএম কলিম উল্লাহ, অন্যান্য উপদেষ্টাবৃন্দের মধ্যে রয়েছেন, আহ্মেদ উল্লাহ, ভূইয়া, বিএমএ মহসিন (নয়ন), ল্যাফটেনেন্ট (অবঃ) আব্দুল গফুর, প্রকৌশলী শহীদ আহমেদ, মোঃ শাহজাহান, প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন।
কার্যনিবাহী পরিষদ সভাপতি- ক্যাপ্টেন (অবঃ) জহিরুল হক পাঠান (টি.জে) সাধারণ সম্পাদক নাজমুল আহসান মজুমদার (অতিঃ সচিব), সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, কোষাধ্যক্ষ ঃ ডাঃ দেলোয়ার হোসেন খান, সাংস্কৃতিক ও প্রচার সম্পাদকঃ মোঃ মুজিবুর রহমান।
সদস্য হিসেবে রয়েছেন, মোঃ শাহ আলম, আব্দুল লতিফ ভূঁইয়া, মোঃ আলাউদ্দিন মিয়াজী, মোঃ গোলাম মোস্তফা পাটোয়ারী।
প্রেস বিজ্ঞপ্তি
।। আপডটে, বাংলাদশে সময় ৯ : ০০ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৬ শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur