চাঁদপুর

চাঁদপুর মিশন রোড থেকে বঙ্গবন্ধু সড়কের প্রবেশমুখ যেনো মরণফাঁদ!

চাঁদপুর শহরের মিশন রোড মোড় থেকে বঙ্গবন্ধু সড়কের প্রবশে মুখে চোখে বড় হয়ে আঁৎকে ওঠার মতো বিশাল গর্ত। এ যেনো গাড়ি চালক আর যাত্রী ছাড়া কর্তৃপক্ষদের দেখার কেউ নেই।

যেই দেখে সে ব্যক্তিই কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকেন তারপর চলে যান।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, প্রায় ১০/১৫ দিন পূর্বে একটি মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বঙ্গবন্ধু সড়কের প্রবেশ মুখের মাঝখানে থাকা ম্যানহোলের ঢাকনাটি ভেঙ্গে গিয়ে নিচের দিকে ধেবে যায়। ঈদের আগের ঘটনাটি হলেও আজো ওই ম্যানহোলের ঢাকনাটি কোনরকম মেরামত করা হয়নি। যেটি এখন মরন ফাঁদ হয়ে পড়ে রয়েছে।

এ সড়কাটি দিয়ে প্রতিনিয়তই ছোট-বড় অনেক যানবাহন চলাচল করে থাকে। ঈদকে কেন্দ্র করে যানবাহনের সংখ্যা তুলনামূলক বেশি থাকায় স্বাভাবিক কারণেই ব্যাস্ত হয়ে পড়েছে সড়কটি। ম্যানহোলটির ঢাকনা না থাকায় বিভিন্ন যানবাহন গুলোকে ওইস্থানের এক পাশ দিয়ে চলাচল করতে হচ্ছে এজন্য মিশন রোডের মোড়টিকে কেন্দ্র পুরো বঙ্গবন্ধু সড়েকে প্রায়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হতে দেখা যায়।

এমন দুর্ভোগ থেকে বাঁচতে ভাঙা ম্যানহোলের ঢাকনাটি দ্রুত মেরামতের জন্য পৌর মেয়রের দৃষ্টি আকর্ষণ করছেন চাঁদপুরের সচেতন মহল।

চাঁদপুর মিশন রোড থেকে বঙ্গবন্ধু সড়কের প্রবেশমুখ যেনো মরণফাঁদ!চাঁদপুর মিশন রোড থেকে বঙ্গবন্ধু সড়কের প্রবেশমুখ যেনো মরণফাঁদ!

About The Author

ছবি ও প্রতিবেদন- কবির হোসেন মিজি

: আপডেট, বাংলাদেশ সময় ১০:২৫ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ

Share